Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

১৯৫৮ সনে ৫০ ক্ষমতার ২টি ম্যাগনেটো বোর্ড এর মাধ্যমে  চুয়াডাঙ্গায়  টেলিফোন এক্সচেঞ্জের যাত্রা শুরু হয়।১৯৬৭ সনের নভেম্বরে ১০০ লাইনের সিবি এবং ১৯৬৮ সনের জুলাই মাসে এর ক্ষমতা বৃদ্ধি করা হয় ২০০ লাইনে। ১৯৭১ সনের ৬ই ডিসেম্বর পাকবাহিনী এক্সচেঞ্জটি ধ্বংশ করে দেয়।১৯৭২ সনের জানুয়ারী মাসে পুনরায় ১০০ লাইনের ম্যাগনেটো এক্সচেঞ্জ বসানো হয় ও ১৯৭২ সনের এপ্রিল মাসে ২০০ লাইনের সিবি এক্সচেঞ্জে উন্নিত করা হয়। ১৯৮৪ সনের ১৭ই এপ্রিল ৪০০ লাইনের অটোমেটিক ইএমডি এক্সচেঞ্জ স্থাপন করা হয়। ১৯৮৬ সনে ক্ষমতা বাড়ানো হয় ৬০০ লাইনে,১৯৯৫ সনে ৯০০ লাইন এবং ১৯৯৮ সনে ১১০০ লাইনে।২০০১ সনের ২৯শে নভেম্বর ২৫৫০ লাইনের এসবেল ডিজিটাল এক্সচেঞ্জ বসানো হয়।এটি এমএসইউ এক্সচেঞ্জ জীবননগরএর আরএসইউ এক্সচেঞ্জ।২০০৬সনে জেডটিই কোম্পানির আরেকটি এমএসইউ এক্সচেঞ্জ বসানো হয় ধারন ক্ষমতা ১০০০,আলমডাঙ্গা,দামুড়হুদা,দর্শনা এর আরএসইউ এক্সচেঞ্জ।